Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শিক্ষা শাখা
বিস্তারিত

জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এর ৩ তলা বিশিষ্ট মূল ভবনের ২য় তলায় সিড়ির পূর্ব পার্শ্বে শাখাটি অবস্থিত। কক্ষ নং-২০২


নাগরিক সেবা

শিক্ষা শাখার সিটিজেন চার্টাার

 

১। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ঃ

      ১। বেসরকারি মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা গভনিং বডি, ম্যানিজিং কমিটির মাধ্যামে পারিচালিত হয়। মাননীয় সংসদ সদস্যগন তাঁর উপজেলার ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হবেন। প্রাতিষ্ঠানের প্রধানের আবেদনের পেক্ষিতে তাঁর সুপারিশের আবশিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি নিযুক্ত হবে। জেলা সদরের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক বা তাঁর মনোনীত প্রতিনিধি হিসাবে আতিরিক্ত জেলা প্রশাসকগন এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগন। ম্যানেজিং কমিটির মেয়াদ বা কার্যকাল ২বৎসর। জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির এবং জেলা উচ্চ মাধ্যামিক পর্যায়ে কলেজ/ মাদ্রাসার গভনিং বডির নির্বাচনের জন্য জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ম্যনেজিং কমিটির নির্বাচনের জন্য উপজেলা অফিসারগন প্রিজা্ইডিং অফিসার নিয়োগ প্রদান করবেন ।

২। পরীক্ষা কেন্দ্রের তথ্য ঃ

                        ২। জেলার সকল পরীক্ষা কেন্দ্রের সংখ্যা এবং মাধ্যামিক /উচ্চমাধ্যামিক/ মাদ্রাসার তালিকা এ শাখায় সংরক্ষিত হয়।

৩। পরীক্ষা পরিচালনা ঃ

                        ৩। যবতীয় পাবলিখ পরীক্ষা ( ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফেকেট পরীক্ষা (জে এসসি ), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জে ডি সি), এস এসসি , দাখিল এসএসসি  (ভোকেশনাল) এইসএসসি , আলিম , এইসএসসি (ভোকেশনাল), ব্যবসায় ব্যবস্থাপনা), ফাজিল , কামিল, স্নাতক, অনার্স, স্নাতকোত্তর, এইসএসসি (বাউবি) এসইসএসসি (বাউবি), হোমিও প্যাথি, ইউনানী, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা ইত্যাদি ) তত্ত্বাবধান বোর্ড/বিশ্ববিদ্যালয় আদেশ অনুসারে প্রশ্নপত্র আনায়ন করে বিতরন করা হয়।

৪। পরীক্ষার ফলাফল প্রকাশঃ

                        ৪। বোর্ড বিশ্ববিদ্যালয়, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের জারীকৃত পত্রানুসারে পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের ব্যবস্থা নেয়া হয় ।

৫। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে প্রাপ্ত বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি ঃ

                         ৫। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীর বিরদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর বিধি অনুসারে ব্যবস্থা  নেয়া হয়।


চলতি প্রকল্পসমূহ

এ শাখায় বর্তামানে কোন প্রকল্প নেই।


কার্যক্রম

১. শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা,

২. পরীক্ষা কেন্দ্রের তথ্য,

৩. পাবলিক পরীক্ষা পরিচালনা,

৪. পরীক্ষার ফলাফল প্রকাশ এবং

৫. শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচরীগণের বিরুদ্ধে প্রাপ্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে বিধি অনুসারে ব্যাবস্থা নেয়া।

 

  •  

যোগাযোগ
ফোন: ০৮৪১-৬৫০২৯, ইন্টারকম: ৮২২
ছবি
www.chandpur.gov.bd/dcoffice_section/9c279dee_2149_11e7_8f57_286ed488c766/orga1_2.jpg
শাখার ফর্মসমূহ
কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা