ইহা জেলা প্রশাসকের কার্যালয়ের তিন তলা ভবনের দ্বিতীয় তলার পূর্ব পাশে ২০১ নম্বর রুম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর।
নাগরিক সেবা (সিটিজেন চার্টার)
ব্যবসা-বাণিজ্য শাখা
জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বানিজ্য শাখা হতে নিম্নোক্ত লাইসেন্স সমূহ বা লাইসেন্স প্রাপ্তির জন্য অনাপত্তি সনদপত্র প্রদান করা হয়ে থাকে।
ক্রমিক নং |
আইটেম |
নতুন লাইসেন্স ফি |
মূল্য সংযোজন কর |
নবায়ন ফি |
মূল্য সংযোজন কর |
লাইসেন্স প্রদানের জন্য সময় |
মন্তব্য |
০১. |
কাপড় (পাইকারী) |
১,০০০/- |
১৫০/- |
৫০০/- |
৭৫/- |
সঠিক আবেদনের ক্ষেত্রে ০৩ দিন |
|
০২. |
কাপড় (খুচরা) |
১,০০০/- |
১৫০/- |
৫০০/- |
৭৫ |
সঠিক আবেদনের ক্ষেত্রে ০৩ দিন |
|
০৩. |
লৌহ ও ইস্পাত |
৩,০০০/- |
৪৫০/- |
১,৫০০/- |
২২৫/- |
সঠিক আবেদনের ক্ষেত্রে ০৩ দিন |
|
০৪. |
সিমেন্ট |
১,৫০০/- |
২২৫/- |
৭৫০/- |
১১৩/- |
সঠিক আবেদনের ক্ষেত্রে ০৩ দিন |
|
০৫. |
শিশু খাদ্য দ্রব্য |
৩০০/- |
৪৫/- |
১৫০/- |
২৩/- |
সঠিক আবেদনের ক্ষেত্রে ০৩ দিন |
|
০৬. |
সুতা (পাইকারী) |
- |
- |
- |
- |
সঠিক আবেদনের ক্ষেত্রে ০৩ দিন |
|
০৭. |
সুতা (খুচরা) |
- |
- |
- |
- |
সঠিক আবেদনের ক্ষেত্রে ০৩ দিন |
|
০৮. |
জুয়েলারী |
৩,০০০/- |
৪৫০/- |
১,৫০০/- |
২২৫/- |
সঠিক আবেদনের ক্ষেত্রে ০৩ দিন |
|
০৯. |
জুয়েলারী (কারিগরি) |
১,০০০/- |
১৫০/- |
৫০০/- |
৭৫/- |
সঠিক আবেদনের ক্ষেত্রে ০৩ দিন |
|
১০. |
ইটভাটা |
৫,০০০/- |
৭৫০/- |
৫,০০০/- |
৭৫০/- |
সঠিক আবেদনের ক্ষেত্রে কমপক্ষে ০৭ দিন |
|
লাইসেন্স প্রাপ্তির পদ্ধতিঃ
০১। ইটভাটার অনুকূলে পরিবেশ ছাড়পত্রের আলোকে ও লাইসেন্স ফি চালানের মাধ্যমে সোনালী ব্যাংকের ট্রেজারী শাখায় জমা প্রদান পূর্বক সংশ্লিষ্ট আবেদন ফরমে ইটভাটার তথ্যাবলী সংযোজনক্রমে আবেদন করতে হবে। আবেদন করার প্রয়োজনীয় কাগজপত্র নিম্নে দেয়া হলো।
(ক) ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি।
(খ) মালিকানা কাগজপত্র/ভাড়াটিয়া চুক্তিনামা সত্যায়িত কপি।
(গ) ব্যাংক সলভেন্সি সত্যায়িত কপি।
(ঘ) হালনাগাদ আয়কর সনদ সত্যায়িত কপি।
(ঙ) জাতীয়তা সনদ সত্যায়িত কপি।
(চ) ৩০০/- (তিনশত) টাকার চুক্তিনামাসহ জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আবেদন করতে হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে লাইসেন্স প্রদানের বিষয়ে জেলা প্রশাসক কর্তৃক তদন্তক্রমে প্রতিবেদন প্রেরণের জন্য (উপজেলা তদন্ত কমিটি) উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদনের স্ব-পক্ষে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করেন। উপজেলা তদন্ত কমিটি কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদনের আলোকে জেলা প্রশাসক কর্তৃক ইটভাটার লাইসেন্স ইস্যু করা হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে উক্ত লাইসেন্স প্রদান করতে কমপক্ষে ৭ (সাত) দিন সময় লাগবে।
০২। ডিলিং লাইসেন্সঃ
লৌহজাত/সিমেন্ট/কাপড়/সুতা/তুলা/স্বর্ণ কারিগরি/শিশুখাদ্যদ্রব্য/সিগারেট/খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের ডিলিং লাইসেন্স এ কার্যালয় থেকে প্রদান করা হয়। ডিলিং লাইসেন্স প্রাপ্তির আবেদন করার জন্য আবেদনের সাথে সংশ্লিষ্ট কাগজপত্র নিম্নরুপঃ
(ক) ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি।
(খ) মালিকানা কাগজপত্র/ভাড়াটিয়া চুক্তিনামা সত্যায়িত কপি।
(গ) ব্যাংক সলভেন্সি সত্যায়িত কপি।
(ঘ) হালনাগাদ আয়কর সনদ সত্যায়িত কপি।
(ঙ) জাতীয়তা সনদ সত্যায়িত কপিসহ এ কার্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত লাইসেন্স ফি সোনালী ব্যাংক ট্রেজারী শাখা, চাঁদপুর জমা দিয়ে ডিলিং লাইসেন্স এর জন্য আবেদন করতে হবে। ক্যাটাগরী অনুযায়ী ডিলিং লাইসেন্স ফি‘র টাকা সোনালী ব্যাংক ট্রেজারী শাখায় জমা প্রদান পূর্বক সংশ্লিষ্ট আবেদন ফরমে তথ্যাবলী সংযোজনক্রমে জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হবে। উক্ত আবেদনের প্রেক্ষিতে লাইসেন্স প্রদান করা হবে। ডিলিং লাইসেন্স নবায়ন করার জন্য ক্যাটাগরি অনুযায়ী নির্ধারিত লাইসেন্স ফি সোনালী ব্যাংক ট্রেজারী শাখায় জমা প্রদান পূর্বক সংশ্লিষ্ট আবেদন ফরমে তথ্যাবলী সংযোজনক্রমে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে লাইসেন্স নবায়ন করা হয়।
০৩। সিএনজি/পেট্রোল পাম্প/দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর পেট্রোলিয়াম জাত দ্রব্যের বিক্রয়ের জন্য অনাপত্তিপত্রঃ
উল্লেখিত পণ্যের বিক্রয়ের নিমিত্তে অনাপত্তি সনদ পাওয়ার জন্য আবেদন করতে যা প্রয়োজন তা নিম্নে দেয়া হলো।
(ক) ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি।
(খ) মালিকানা কাগজপত্র/ভাড়াটিয়া চুক্তিনামা সত্যায়িত কপি।
(গ) ব্যাংক সলভেন্সি সত্যায়িত কপি।
(ঘ) হালনাগাদ আয়কর সনদ সত্যায়িত কপি।
(ঙ) জাতীয়তা সনদ সত্যায়িত কপি।
(চ) লে আউট প্যালন
(ছ) ডি ফরম
(জ) অঙ্গীকারানামা
(ঝ) পাসপোর্ট সাইজের ছবিসহ কাগজপত্র প্রদান সাপেক্ষে বিভিন্ন বিভাগ কর্তৃক তদন্ত করানো হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৭ (সাত) কার্যদিবসের মধ্যে অনাপত্তি (এনওসি) প্রদান করা হয়ে থাকে।
০৪। ব্যবসা-বাণিজ্য শাখা/ওয়েব সাইট হতে উল্লেখিত লাইসেন্স সমূহের জন্য ভিন্ন ভিন্ন নির্ধারিত ফরম সংগ্রহ করতে হয়। আগ্রহী আবেদনকারীগণ তাদের ব্যবসায়ের ধরণ অনুযায়ী নির্ধারিত ফরমে অত্রাফিসে লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন।
০৫। আবেদন পাওয়ার পরে ক্ষেত্র বিশেষ আবেদনগুলো সরেজমিন তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়ে থাকে।
০৬। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর সবের্বচ্চ ৭ (সাত) কার্যদিবসের মধ্যে ট্রেজারী চালানের মাধ্যমে নির্ধারিত লাইসেন্স
ফি জমাকরণ সাপেক্ষে লাইসেন্স ইস্যু করা হয়ে থাকে।
০৭। উপরোক্ত বিষয়ের ক্ষেত্রে কোন প্রকার অভিযোগ/পরামর্শ থাকলে ব্যবসা-বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার
সাথে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
০৮। কোন প্রকার অস্পষ্টতা থাকলে আপনি দয়া করে সংশ্লিষ্ট কর্মকর্তার সুপরামর্শ গ্রহণ করুন।
০৯। এ অফিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ আপনার দ্রুত সেবা প্রদানের জন্য নিয়োজিত। দয়া করে কোন
মধ্যস্বত্বভোগী/দালালের খপ্পরে পড়বেন না।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
ব্যবসা-বাণিজ্য শাখা
জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর।
শাখার অধীনে কনো প্রকল্প নেই।
জেলার ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কার্যক্রম তদারকি ও ডিলিং লাইসেন্স ইস্যু।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস